অনলাইন ডেস্ক : নতুন করে শুরু করতে চান বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যান। ঢেলে সাজাতে চান দল। পাঠ চুকিয়ে ফেলতে চান লুইস সুয়ারেজ, আর্তুরো ভিদাল, ইভান রাকিটিচদের সঙ্গে। নতুন প্রজেক্টে তরুণদের চান নেদারল্যান্ডসের সাবেক কোচ কোম্যান।
তারই অংশ হিসেবে লুইস সুয়ারেজের জায়গায় ব্রাজিলের ম্যানসিটি স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসকে মনে ধরেছে বার্সা কোচের। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বার্সেলোনা মনে করছে সুয়ারেজের সবচেয়ে ভালো বদলি হতে পারেন জেসুস।
ব্রাজিলের ২৩ বছর বয়সী এই স্ট্রাইকার ২০১৬ রিও অলিম্পিকে দারুণ পারফরম্যান্স দেখান। পরের মৌসুমেই তিনি ম্যানসিটিতে আসেন। বায়ার্ন মিউনিখসহ ইউরোপের আরও কিছু শীর্ষ ক্লাব দলে চেয়েছিল তাকে। তবে পেপ গার্দিওয়ালার চাওয়াতেই ইতিহাদে আসেন জেসসু।
তিন মৌসুম কাটিয়ে দিলেও জেসুস অবশ্য সিটি কোচ গার্দিওয়ালার প্রথম পছন্দ হতে পারেননি। কারণ আর্জেন্টিনা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো সিটির প্রথম একাদশের স্ট্রাইকার। তবে পেপ আশ্বস্ত করে গেছেন, আগুয়েরোর পরে জেসুসই হবেন ম্যানসিটির মূল স্ট্রাইকার।
ম্যানসিটি তাই জেসুসকে বার্সেলোনার কাছে বিক্রি করতে আগ্রহী না। তারপরও সংবাদ মাধ্যমে গুঞ্জন শোনা গেছে, মেসির জন্য ম্যানসিটি যে তিনজন ফুটবলারের প্রস্তাব দিয়েছে জেসুসও আছেন তার মধ্যে। জেসুস ম্যানসিটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫২ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৬৮টি।