আহসান রাজীব বুলবুল, কানাডা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে কানাডার অন্টারিও আওয়ামী লীগ। আলোচনা সভা হয় ভার্চুয়ালি।
বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনপূর্বক অনুষ্ঠান শুরু হয়। অন্টারিও আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. খলিলুর রহমান, বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত কবি আসাদ চৌধুরী, শিক্ষাবিদ ড. মোজাম্মেল খান, সাবেক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আব্দুল আউয়াল।
অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে, অনুষ্ঠানে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক লিটন মাসুদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসার ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ চৌধুরী বিপ্লব।
বক্তারা মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে শতাব্দীর বঙ্গবন্ধুর রাজনৈতিক, ব্যক্তিগত, মানবিক গুণাবলি, কূটনৈতিক সম্পর্ক, বলিষ্ঠ সাহসিকতার, পররাষ্ট্রনীতি এবং মানুষের প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসার দিকগুলো তুলে ধরেন।
বঙ্গবন্ধুর শতবর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বিশেষ অতিথি কবি আসাদ চৌধুরী, ড. মোজাম্মেল খান ড.আব্দুল আউয়াল, কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর গোলাম রহমান, সৈয়দ আব্দুল গাফফার, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সহ-সভাপতি তোফাজ্জল আলী, অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিলু, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়া, ক্যান বাংলা টিভির কর্ণধার ড. হুমায়ুন কবির, অন্টারিও আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নওশের আলী, গোলাম মোস্তফা, জামাল উদ্দিন নান্নু, রাধিকারঞ্জন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মনির বাবু,পান্না আহমেদ, আব্দুল হাই সুমন, আন্তর্জাতিক সম্পাদক হাসনা হাসান দপ্তর সম্পাদক খালেদ শামীম, কোষাধ্যক্ষ মনজুরুল করিম রুবেল, কান্তি মাহমুদ, নির্বাহী সদস্য মুশফিকুর রহমান আকন্দ, মহিউদ্দিন আহম্মেদ বিন্দু, ইমাম হোসেন, মোস্তাফিজুর রহমান, নওশাদ উদ্দিন রতন, শাহিনুর কাসেম,উপদেষ্টা আফিয়া বেগম, কানাডা আওয়ামী লীগের ফকরুল ইসলাম মিলন, যুগ্ম সম্পাদক সেলিম জুবেরী, সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া আহম্মেদ, মোর্শেদ আহমেদ মুক্তা,আমরুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ জসিম উদ্দিন, সদস্য আব্দুল মান্নান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঝোটন তরফদার, সুকোমল রায়, কুইবেক আওয়ামীলীগের মঞ্জুরুল চৌধুরী, আব্দুর রহিম, অ্যাডভোকেট আলী আহমে, মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা আক্তার জানুসহ আরও ছিলেন মোহাম্মদ হক, মোহাম্মদ ইসলাম, আব্দুস ছালাম, মেহেরিন খন্দকার ।
সংগীত পরিবেশ করেন সাংস্কৃতিক সম্পাদক ফারহানা শান্তা ও মৈত্রেয়ী দেবী। এ ছাড়া ছিলেন মোহাম্মদ হক, মোহাম্মদ ইসলাম, আব্দুস ছালাম খন্দকার, রীনা, শাহিন, সায়মা খন্দকার, জিনাত হোসেন, মেহেরিন খন্দকার, ওবায়দুর রহমানসহ আরও অনেকে।