অনলাইন ডেস্ক : সিরিয়ার শরণার্থীদের স্বেচ্ছায় দেশে ফেরার জন্য এক হাজার ইউরো (বাংলাদেশি টাকায় সোয়া লাখ) করে আর্থিক প্রণোদনার ঘোষণা দিয়েছে অস্ট্রিয়া সরকার। ইউরোপীয় দেশটির শরণার্থী সংকট মোকাবিলার পাশাপাশি অভিবাসন নীতিতে পরিবর্তন আনতেই এই ঘোষণা দিলো দেশটির সরকার। খবর রয়টার্সের।
অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা সিরিয়ায় স্বেচ্ছায় ফিরে যেতে চান, তাদেরকে এই আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই প্রক্রিয়া নিশ্চিত করতে সংশ্লিষ্ট শরণার্থীদের একটি আবেদন জমা দিতে হবে এবং তাদের দেশে ফেরা ও পুনর্বাসনের পরিকল্পনা যাচাই করা হবে।
সিরিয়ার গৃহযুদ্ধের কারণে কয়েক মিলিয়ন মানুষ শরণার্থী হয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। ইউরোপে অভিবাসন সংকটের সময় অস্ট্রিয়া লক্ষাধিক শরণার্থীকে আশ্রয় দিয়েছিল। তবে সাম্প্রতিক বছরে কঠোর অভিবাসন নীতি মেনে চলার চেষ্টা করছে অস্ট্রিয়া।
এই সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সরকার সমর্থকদের দাবি, যারা দেশে ফিরে নতুন করে জীবন শুরু করতে তাদের জন্য একটি কার্যকর সমাধান হতে পারে। তবে সমালোচকরা বলছেন, এই পদক্ষেপ শরণার্থীদের ওপর চাপ সৃষ্টি করতে পারে এবং মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা বাড়াতে পারে।
এ ছাড়া সিরিয়ার কিছু অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি কমলেও দেশটির সামাজিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা পরিস্থিতি এখনো অত্যন্ত জটিল। অনেক আন্তর্জাতিক সংস্থা সতর্ক করেছে যে শরণার্থীদের দেশে ফেরা তাদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।