Home আন্তর্জাতিক সিরিয়ার রাজধানীতে কারফিউ ঘোষণা

সিরিয়ার রাজধানীতে কারফিউ ঘোষণা

অনলাইন ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কে কারফিউ জারি করেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। স্থানীয় সময় বিকাল চারটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত চলবে কারফিউ। খবর আল-জাজিরার।

দেশটির দুই যুগের স্বৈরশাসক বাশার আল আসাদকে হটিয়ে ক্ষমতা দখলে নিয়েছে এই বিদ্রোহী গোষ্ঠী। এর মাধ্যমে দেশটিতে বাথ পার্টির পাঁচ দশকের শাসনকালের অবসান হলো।

আসাদের দেশত্যাগের খবর শুনে রাস্তায় নেমে এসেছেন সাধারণ জনতা। বিজয়োল্লাসে ফেলে পড়েছেন মানুষ। এ অবস্থায় চুরি ও রাহাজানির ঘটনা বৃদ্ধির শঙ্কায় এ কারফিউ জারি করল বিদ্রোহীরা।

এদিকে রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলে খবর এসেছে। সিরিয়ার জ্যেষ্ঠ দুজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, আসাদ একটি উড়োজাহাজে চড়ে গেছেন। তবে তার গন্তব্য জানা যায়নি।

এ বিষয়ে লন্ডনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজ ছেড়ে গেছে। সেটায় বাশার আল-আসাদ থাকতে পারেন। ওই উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দর থেকে সরকারি সেনাদের সরিয়ে নেওয়া হয়।

Exit mobile version