অনলাইন ডেস্ক : জর্ডানের আকাবায় আয়োজিত এক সম্মেলনে আরব পররাষ্ট্র মন্ত্রীরা সিরিয়ার পুনর্গঠন ও পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ সমর্থন ব্যক্ত করেছেন। মন্ত্রীরা বলেছেন, তারা এমন একটি অন্তর্ভুক্তিমূলক সিরিয়া দেখতে চান, যেখানে রাজনৈতিক ও সামাজিক সকল গোষ্ঠীর অধিকার নিশ্চিত হবে। পাশাপাশি, তারা শরণার্থীদের দেশে ফিরে আসার জন্য স্থিতিশীল পরিবেশ তৈরিতে সহযোগিতা করার অঙ্গীকার করেছেন।

আরব নেতারা জানিয়েছেন, সিরিয়া যেন বিভক্ত না হয়ে একটি স্বাধীন, ঐক্যবদ্ধ ও স্থিতিশীল রাষ্ট্র হিসেবে পুনর্গঠিত হয়, সেটাই তাদের মূল লক্ষ্য। তারা এই সংকটময় সময়ে সিরিয়ানদের প্রতি রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। বিশেষ করে কাতার ও জর্ডান ইতোমধ্যে মানবিক সহায়তা পাঠানোর কার্যক্রম শুরু করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আরো সহযোগিতা পাওয়ার চেষ্টা করছে।

আরব মন্ত্রী পরিষদের বিশেষ যোগাযোগ গ্রুপ ( জর্ডান, সৌদি আরব, ইরাক, লেবানন, মিশর এবং আরব লীগের মহাসচিব অন্তর্ভুক্ত) একটি যৌথ বিবৃতিতে সিরিয়ান নেতৃত্বাধীন শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের প্রতি সমর্থন জানিয়েছে। তারা উল্লেখ করেছে, এই গুরুত্বপূর্ণ সময়ে সিরিয়ার জনগণের ইচ্ছা ও পছন্দের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, জাতীয় সংলাপ এবং সিরিয়ার জনগণের মধ্যে ঐক্য স্থাপনের মাধ্যমে একটি স্বাধীন, নিরাপদ ও শক্তিশালী আরব রাষ্ট্র হিসেবে সিরিয়ার পুনর্গঠনের কাজ এগিয়ে নিতে হবে। এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা শুধু সিরিয়ার নয়, পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বলে আরব নেতারা মনে করেন।

সিরিয়ার এই সংকটময় সময়ে আরব দেশগুলোর এমন উদ্যোগ এবং সমর্থন এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। এই সমন্বিত প্রচেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার জন্য অনুপ্রাণিত করবে বলে ধারণা করা হচ্ছে।