অনলাইন ডেস্ক : মানবিক সহায়তার জন্য যুদ্ধবিধস্ত সিরিয়াকে ৫০ মিলিয়ন ইউরো (৫১.৩ মিলিয়ন ডলার) দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি।
রোববার (১২ জানুয়ারি) সৌদি আরব আয়োজিত সিরিয়া সম্পর্কিত শীর্ষ বৈঠকের ফাঁকে এ ঘোষণা দেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক।
বেয়ারবক বলেন, সিরীয়দের এখন দ্রুত লভ্যাংশ প্রয়োজন। আমরা সিরিয়ায় তাদের জন্য সহায়তা অব্যাহত রাখছি, যাদের কিছুই নেই।
এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, আমরা খাদ্য, জরুরি আশ্রয় এবং চিকিৎসা সেবার জন্য আরও ৫০ মিলিয়ন ইউরো দেব। কারণ আমরা জানি কেবল লক্ষ লক্ষ লোক ভুগছে না, তারা পর্যাপ্ত খাবারও পায়নি। সেখানে শিশুদের জন্য পর্যাপ্ত চিকিৎসা নেই। আমরা এটাও জানি, নতুন বাস্তুচ্যুতি নারী ও শিশুদের ওপর প্রভাব ফেলেছে।
তিনি বলেন, সবার জন্য শান্তিপূর্ণ উত্তরণে অবদান রাখতে আমরা সিরিয়ার জনগণের পাশে থাকব। এই সহায়তা কেবল সিরিয়ার লোকদের সাহায্য করার জন্যই নয় বরং জার্মানি এবং পুরো ইউরোপের নিরাপত্তায় বিনিয়োগ হিসাবেও কাজ করে।
এ সময় সিরিয়ার অসংখ্য অমীমাংসিত সমস্যা নিয়ে ‘একসাথে আলোচনা করার জন্য’ সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী।