Home আন্তর্জাতিক সিরিয়ায় ইসরায়েলি হামলা ‘সার্বভৌমত্বের ব্যাপক লঙ্ঘন’, উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব

সিরিয়ায় ইসরায়েলি হামলা ‘সার্বভৌমত্বের ব্যাপক লঙ্ঘন’, উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব

অনলাইন ডেস্ক : সিরিয়ায় ইসরায়েলি ব্যাপক হামলাকে ‘সার্বভৌমত্বের ও আঞ্চলিক অখণ্ডতার ব্যাপক লঙ্ঘন’ বলে অভিহিত করে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, মহাসচিব সিরিয়ার বিভিন্ন স্থানে শত শত ইসরায়েলি বিমান হামলায় বিশেষভাবে উদ্বিগ্ন। দেশজুড়ে সব ফ্রন্টে সহিংসতা প্রশমনের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তিনি।

জাতিসংঘের ওয়েবসাইটে এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এইচটিএস (তাহরির আল-শাম) সশস্ত্র গোষ্ঠীর কর্তৃপক্ষ দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইসরায়েলি বাহিনী গোলান সীমান্ত অঞ্চলের শহর এবং সিরিয়ার একটি পরিত্যক্ত সামরিক পোস্ট দখল করে নিয়েছে বলে জানা গেছে।

পার্বত্য গোলানে ইসরায়েলি ও সিরিয়ার বাহিনীর মধ্যে যুদ্ধবিরতি বজায় রাখতে এবং বিচ্ছিন্নতার ক্ষেত্রগুলো তদারকি করার জন্য ১৯৭৪ সালের মে মাসে নিরাপত্তা পরিষদ কর্তৃক জাতিসংঘের ডিসএনগেজমেন্ট অবজারভার ফোর্স-ইউএনডিওএফ প্রতিষ্ঠিত হয়েছিল।

ইসরায়েলি বাহিনী কেবল বিচ্ছিন্ন অঞ্চলের কিছু অংশেই চলে যায়নি – তারা বলছে বিমান অভিযানও চালিয়েছে। পাশাপাশি সিরিয়ার উপকূলে নৌবাহিনীর জাহাজগুলোতে বোমা বর্ষণ করেছে।

Exit mobile version