স্পোর্টস ডেস্ক : তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৯৪ রানে টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। টস জিতে আগে ব্যাট করে পাঁচ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করে স্বাগতিকরা। সফরকারীদের হয়ে সৌম্য সরকার দুটি, সাকিব আল হাসান, সাইফুদ্দিন ও শরিফুল ইসলাম একটি করে উইকেট নেন।

ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে জিম্বাবুয়ে। বাংলাদেশের বোলিং এলোমেলো করে ৫৭ বলে দলীয় শতরানে পৌঁছে যায় তারা। দলীয় ৬৩ রানে প্রথম আঘাত হানেন সাইফুদ্দিন। তাদিওয়ানাশে মারুমানি বোল্ড করেন তিনি। এর পর বিপজ্জনক চাকাবাকে ফেরান সৌম্য সরকার। একই ওভারে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাকেও সাজঘরের পথ দেখান সৌম্য। ১৬তম ওভারে বোলিংয়ে ফিরে বাংলাদেশকে চতুর্থ উইকেটের স্বাদ দেন সাকিব । তুলে নিলেন হাফ সেঞ্চুরিয়ান ওয়েসলি মাধভেরের উইকেট। শেষ পর্যন্ত পাঁচ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করতে স্বাগতিকরা।

‘ফাইনাল’ জয়ের আশায় আজ মাঠে নামবে বাংলাদেশ

প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক জিম্বাবুয়েকে দুই উইকেটে হারায় সফরকারীরা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের কাছে ২৩ রানে হেরে যায় টাইগাররা। তিন ম্যাচ সিরিজ এখন ১-১ সমতায় রয়েছে। ফলে আজকের ম্যাচ যারা জিতবে তাদের হাতে উঠবে টি-টোয়েন্টি।