বিনোদন ডেস্ক : বলিউডে এমন অনেক জুটি রয়েছে যাদের প্রেম যতটা চর্চায় ছিল, প্রেম ভাঙার ঝগড়াটা আরও বেশি লাইমলাইট কেড়েছে। এমন জুটির কথা উঠলে সালমান খান এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম তালিকায় সর্বাগ্রে থাকবে। অত‍্যন্ত কুৎসিতভাবে শেষ হয়েছিল দুজনের সম্পর্ক। এমনকি সালমানের থেকে বহুদিন পর্যন্ত দূরত্ব বজায় রেখে চলেছিলেন অভিনেত্রী।

শোনা যায়, ‘গোলিয়ও কী রাসলীলা: রামলীলা’ ছবির ‘রাম চাহে লীলা’ গানটি প্রথমে ঐশ্বরিয়ারই করার কথা ছিল। কিন্তু সালমানের সঙ্গে সূত্র থাকায় রাজি হননি তিনি। ‘রামলীলা’ ছবিটির আইটেম গানটি এখনও বেশ জনপ্রিয়। গানে প্রিয়াঙ্কা চোপড়াকে নাচতে দেখা গেলেও অনেকেই জানেন না পরিচালক সঞ্জয় লীলা বনশালির প্রথম পছন্দ ছিলেন ঐশ্বর্য।

কিন্তু বেঁকে বসেন প্রাক্তন বিশ্বসুন্দরী। গানের কিছু কথা নিয়ে আপত্তি প্রকাশ করেছিলেন তিনি। আসলে সালমানের ‘দাবাং’ ছবির সংলাপের অনুকরণে ‘রাম চাহে লীলা’ গানেও ‘থাপ্পড় সে নেহি পেয়ার সে ডর লাগতা হ‍্যায়’ কথাগুলো ছিল। পরিচালককে কথাগুলো বদলাতে বললেও শোনেননি তিনি। তাতেই প্রস্তাব ফিরিয়ে দেন ঐশ্বর্য। তার বদলে আসেন প্রিয়াঙ্কা।

শোনা যায়, ‘হাম দিল দে চুকে সানাম’ ছবির শুটিংয়ের সময়েই দুজনের প্রেম শুরু হয়। ঐশ্বর্যও নাকি সালমানের প্রতি দুর্বল হয়ে পড়ছিলেন ধীরে ধীরে। কিন্তু মনের মানুষের প্রতি অভিনেতা বরাবরই খুব পজেসিভ ছিলেন। আর এই বিষয়টাই একেবারে না পছন্দ ছিল ঐশ্বর্যর। বিটাউনে শোনা যায়, অভিনেত্রীর গায়েও নাকি হাত তুলেছিলেন সালমান। এরপরেই সম্পর্কটা ছেড়ে বেরিয়ে আসতে বাধ‍্য হন ঐশ্বরিয়া।

শুধু নিজেদের ব‍্যক্তিগত জীবনকেই সার্কাস বানাননি সালমান, নিজের হাতে নষ্ট করেছিলেন সিনেমা ক্যারিয়ার। শোনা যায়, ওই ঘটনার প‍রে বক্স অফিসে সালমান ও ঐশ্বর্যর ছবির ব‍্যবসাতেও প্রভাব পড়েছিল‌। ভাইজানের এই রূপ দেখার পরেই নাকি সম্পর্ক ভেঙে দিয়েছিলেন ঐশ্বর্য। কিন্তু সালমান বহুদিন পর্যন্ত পিছু ছাড়েননি অভিনেত্রীর।