স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানদের কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) পর এবার করোনাভাইরাস হানা দিয়েছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসে।
আইপিএলের তিনবারের শিরোপাজয়ী দল চেন্নাইয়ের গুরুত্বর্পর্ণ তিন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।
কেকেআরের বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়র করোনা আক্রান্ত হওয়ায় বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সোমবারের ম্যাচ পরিত্যক্ত হয়।
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর খবর অনুযায়ী চেন্নাইয়ের তিন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। দলটির প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা কাশী বিশ্বনাথন, দলের বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি ও বাসের হেল্পার করোনা টেস্টে পজেটিভ হয়েছেন।
করোনা আক্রান্ত চেন্নাইয়ের বোলিং কোচ বালাজিসহ বাকিদের ১০ দিন আইসোলেশনে থাকতে হবে।
করোনা সংক্রমণের ভয়ে আইপিএলের মাঝ পথে ভারত ছেড়ে দেশে ফেরেন অস্ট্রেলিয়ার তিন তারকা ক্রিকেটার।
ভারতে করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাওয়ায় কিছুদিন আগে পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতারসহ অনেকেই আইপিএল বন্ধ রাখার পরামর্শ দেন।