Home কানাডা খবর সম্মেলন প্রস্তুতি উপলক্ষ্যে কানাডা প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই)-এর সভা

সম্মেলন প্রস্তুতি উপলক্ষ্যে কানাডা প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই)-এর সভা

অখিল সাহা, টরন্টো : বাংলাদেশে স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ গণতান্ত্রিক ও প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে সক্রিয় অংশগ্রহণের আহবানে প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই)-এর সম্মেলন প্রস্তুতি সভায় দাবী করা হয়। স্বাধীনতা ঘোষণার মাস মার্চে প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই)-এর ১২ই মার্চের কর্মীসভায় মুক্তিযুদ্ধে অংশ নেওয়া এবং আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য নীরবতা পালন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৭ই সেপ্টেম্বর রবিবার ২০২৩ পিডিআই কানাডার সম্মেলন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ইউনিয়ন নেতা প্রাক্তন অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা মোঃ মাশুক মিয়াকে চেয়ারম্যান এবং প্রগতিশীল রাজনীতির অগ্রসৈনিক মনির জামান রাজুকে আহ্বায়ক করে ৯ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। প্রস্তুতি কমিটি অন্যান্য সদস্যরা হলেন কানাডা প্রবাসী প্রগতিশীল রাজনীতির এক ঝাঁক নেতা ও কর্মী। আছেন ডাকসুর সাবেক এজিএস নাসির উদ দুজা, হাবিবুর রহমান, টিটো খন্দকার, দুলাল পাল, আজফার সৈয়দ ফেরদৌস, সৌমেন সাহা এবং সোলায়মান তালুত রবিন। এছাড়াও, আগামী ৩০শে এপ্রিল, রবিবার, ২০২৩ মহান মে দিবস উপলক্ষ্যে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা সংসদের সাথে যৌথভাবে একটি আলোচনা অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়েছে। উল্লেখ্য প্রস্তুতি কমিটি পিডিআই-এর জন্য গঠনতন্ত্র এবং কর্মসূচী প্রস্তুতির দায়িত্ত¡ পালন এবং সেপ্টেম্বরের ১৭ তারিখে বর্ণাঢ্য সম্মেলন অনুষ্ঠান আয়োজন করবেন। সভায় সভাপতিত্ত¡ করেন যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ রঞ্জন দে এবং সভা পরিচালনায় ছিলেন সমন্বয়ক মাহবুব আলম। সভার সভাপতি সবাইকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলের প্রতি আগামী ১৭ই সেপ্টেম্বর, ২০২৩-এর সম্মেলন সফল করে তুলতে আহ্বান জানান।

Exit mobile version