অনলাইন ডেস্ক : সঙ্গীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মেলোনি বলেছেন, তিনি তার দীর্ঘ দিনের সঙ্গী আন্দ্রেয়া গিয়ামব্রুনোর থেকে আলাদা হয়ে গেছেন।

দু’দিন আগে আন্দ্রেয়া গিয়ামব্রুনোর একটি অডিও ফাঁস হয়। পেশায় সাংবাদিক গিয়ামব্রুনো সংবাদমাধ্যম মিডিয়া সেটের একটি টকশোতে নিজের নারী সহকর্মীর সঙ্গে বিরতির সময় বিকৃত যৌনাচার নিয়ে কথা বলেন। যেগুলো পরবর্তীতে অডিও আকারে ফাঁস হয়।

এরপরই মেলোনি বলেন, “প্রায় ১০ বছর ধরে চলা এই সম্পর্ক এখানেই শেষ। আমাদের পথ কিছু সময়ের জন্য আলাদা ছিল… এটা স্বীকার করার সময় এসেছে।”

এই দম্পতি ২০১৫ সালে সম্পর্ক স্থাপন করেছিলেন এবং তাদের সাত বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

তার পোস্টে ইতালির প্রধানমন্ত্রী গিয়ামব্রুনোকেও ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমরা একসাথে অসংখ্য চমৎকার দিন কাটিয়েছি। ওই সময় আমরা অনেক সমস্যার মধ্য দিয়ে গিয়েছিলাম। তুমি আমাকে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছো, সেটা হচ্ছে আমাদের মেয়ে জিনেভরা।

জর্জিয়া মেলোনি আরও বলেন, যারা আমার পরিবারকে আঘাত করে আমাকে দুর্বল করতে চেয়েছিল তাদের সকলের জানা উচিত যে একটি পানির ফোঁটা একটি পাথরকে ভাঙতে পারে না। পাথর সব সময়ই সবল ও শক্ত থাকে, আর শিশির বিন্দু হচ্ছে শুধু পানি।

এই সপ্তাহের শুরুর দিকে স্ট্রিসিয়া লা নোটিজিয়া নামের একটি ব্যঙ্গাত্মক টিভি প্রোগ্রামে গিয়ামব্রুনো বিভিন্ন বাজে কথা বলেন। পরে এ কারণে তিনি বিপদে পড়েন। তাকে একজন নারী সহকর্মীর সঙ্গে ফ্লার্ট করতে দেখা গিয়েছিল। গিয়ামব্রুনো ওই নারীকে বলছিলেন, “তুমি খুব চালাক… আমি তোমার সঙ্গে আগে দেখা করিনি কেন?

তার মন্তব্যগুলো বৃহস্পতিবার সম্প্রচার করা হয়েছিল। সেখানে গিয়ামব্রুনোকে তার অন্য সহকর্মীকে জিজ্ঞাসা করতে শোনা গিয়েছিল যে সে অবিবাহিত নাকি খোলামেলা সম্পর্কে আছে।

এসব বিকৃত যৌনাচার বিষয়ক কথাবার্তা প্রকাশের পরই সঙ্গীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

সূত্র : বিবিসি