Home জাতীয় সংশোধন হতে পারে ডিজিটাল নিরাপত্তা আইন: আইনমন্ত্রী

সংশোধন হতে পারে ডিজিটাল নিরাপত্তা আইন: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, এই আইন সংশোধন হতে পারে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা আছে উল্লেখ করে তিনি বলেন, অনেক সময় এই আইনের মাধ্যমে হয়রানির অভিযোগ উঠছে। প্রয়োজন হলে আইনের বিধি সংযুক্ত বা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে।

ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত সেমিনার শেষে এসব কথা বলেন তিনি। ‘বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে আরবিট্রেশন আইনের প্রয়োজনীয় সংস্কার’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।

Exit mobile version