স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রায় দুই যুগের পথ চলা হলেও বিব্রতকর হার দিয়ে জমে আছে স্মৃতির পাতা। তবুও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে ক্রিকেটাররা। এবার সেই স্বপ্ন শ্রীলঙ্কার মাটি থেকে বাস্তব করে দেশে ফিরতে চায় তারা। ঘরের মাঠে বাংলাদেশের চেয়ে অপেক্ষাকৃত ঢের শক্তিশালী লঙ্কানরা।
এই সফরে টাইগারদের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের বিশ্বাস প্রতিপক্ষ শক্তিশালী হলেও স্কিলের দিক থেকে পিছিয়ে নেই বাংলাদেশ, যার কারণে ভালো ফলাফল আশা করা সম্ভব। আজ সোমবার হযরত শাহজালাল বিমানবন্দরে লঙ্কা সফরে দেশ ত্যাগ করার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের চেয়ে কিছুটা ভিন্ন শ্রীলঙ্কার আবহাওয়া। তবুও বেশ কয়েকবার দেশটিতে সফর করায় অসুবিধার কিছু দেখছেন না টাইগারদের নতুন টিম লিডার। তিনি বলেন, ‘কন্ডিশনটা আমরা জানি, ওখানে এখন গরম বেশি থাকবে। উইকেটটা ভালো থাকবে। এ কন্ডিশনে শ্রীলঙ্কা বেশ শক্ত প্রতিপক্ষ, কিন্তু আমরা বিশ্বাস করি আমরা স্কিলের দিক থেকে পিছিয়ে নেই, ভালো দল। আমরা যদি আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি, প্রক্রিয়াটা ঠিক রাখতে পারি, তবে আশা করি ভালো করব।’
শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার দুই ম্যাচের সিরিজে প্রথমটি হার ও দ্বিতীয়টিতে জয় পেয়েছিল টাইগাররা। এরপর আর সেখানে টেস্ট খেলা হয়নি।
তবে সম্প্রতি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলেও সিরিজ হাতছাড়া, নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভরাডুবির শিকার। সবগুলো পরিসংখ্যান টেনে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমরা লাস্ট টেস্ট ভালো করি নাই। আমরা জানি আমাদের ক্যাপাবিলিটি আছে। আমরা নিউজিল্যান্ডে ভালো খেলতে পারিনি, কিন্তু শ্রীলঙ্কায় আলাদা পরিবেশে খেলব। আগেও খেলেছি, সেখানকার কন্ডিশনটা আমরা জানি। যদিও এর আগে ক্যান্ডিতে খেলা হয়নি, কিন্তু কলম্বোতে খেলেছি, সেখানকার কন্ডিশনটা জানা আছে। আমরা চেষ্টা করবো আমাদের সেরা ক্রিকেট খেলতে। আমরা যদি আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারি, আমি মনে করি আমরা ক্যাপাবল।’
‘খেলোয়াড়রা অনেক ফিট। অনেক চেষ্টা করে তারা মাঠে গিয়ে পারফরম্যান্সটা কেন হচ্ছে না সেটি একটা বড় ব্যাপার। প্রসেসগুলো কিন্তু খারাপ বলব না আমি। দল হিসেবে খেলতে হবে আমাদের, ব্যক্তিগত পারফরম্যান্স অনেক দেখেছি আমরা। এখনই সময় আমরা বাংলাদেশ দল হিসেবে খেলতে চাই’, যোগ করেন তিনি।