অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনা আছেন বলেই আজ করোনার প্রথম ঢেউ মোকাবিলা করে দ্বিতীয় ঢেউ সফলতার সঙ্গে মোকাবিলা করে যাচ্ছে দেশ। জীবন-জীবিকার মধ্যে সুন্দর সমন্বয় ঘটিয়ে এ সংকটে তিনি এরই মধ্যে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। সফলভাবে এ করোনা পরিস্থিতি মোকাবিলা শেখ হাসিনার দক্ষ, মানবিক, সাহসী ও দূরদর্শী নেতৃত্বের পরিচয় বহন করে।’
সোমবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সভায় ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।
করোনা সংক্রমণ নিয়ে কিছু গণমাধ্যমের সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আজ কিছু মহল ও কোনো কোনো দেশি-বিদেশি গণমাধ্যম করোনা নিয়ে সরকারের সমালোচনা শুধু করে যাচ্ছে। আজ দ্বিতীয় তরঙ্গে মৃত্যুর হার ১১০ জন থেকে ৩২ জনে নেমে এসেছে। সংক্রমণ কোথায় ৮ হাজার থেকে তিনশ কয়েকজনে- এটা কি সফলতা নয়? এটা কি সরকারের পলিসির সুফল নয়?’
‘মিডিয়ার যে অংশটি এর সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে বলছি- শহরে ফেরিঘাটে বাঁধভাঙা জোয়ার। যে কোনো ঝুঁকি নিয়ে ঈদের সময় বাড়ি যেতেই হবে। কথা বলতে হবে এ নিয়ে। তা না করে উল্টো সরকারকে দোষ দিচ্ছে। সরকারের এখানে কোথায় দোষ? সরকার কি ব্যবস্থাপনায় কোনো ত্রুটি রেখেছে? প্রতিবেশী ভারতের মতো অক্সিজেন বাজেটের কোনো সমস্যা ছিল? এখনো কি আছে? তাহলে সরকারের দোষ কোথায়?
সরকারের লকডাউনের সাফল্য এই নিম্নমুখী মৃত্যুহার আর সংক্রমণের হার। এটা স্বীকার না করে শুধু সমালোচনা করার জন্যই সমালোচনা করা হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক,’- বলেন তিনি।