বকুল ভৌমিক
শত আশ্বাসের পাহাড় জমিয়ে তুমি এলে
গভীর ভালোবাসায়
জীবনের এলোমেলো পাতায়
কি অজানা ভ‚লে, কিসের প্রবঞ্চনায় হারিয়ে গেলে নিরালায়।
খুঁজেছি তোমায় আষাঢ়ের বজ্র বৃষ্টিতে গা ভেজানো ঝড়ো হাওয়ায়
খুঁজেছি মাতাল হেঁটে হেঁটে রাতের আঁধারের উলংগ পথে বিভীষিকায়
খুঁজেছি তোমায় চৌকস নাবিকের সাজে সিন্ধুর তলদেশে
খুঁজেছি স্মৃতির স্বর্ণলতায় জড়িয়ে দীর্ঘশ্বাসে।
খুঁজেছি তোমায় সাহারার তপ্ত মরুতে
খুঁজেছি আমাজনের গহীন অরন্যে
খুঁজেছি তোমায় পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সকল কোণে।
খুঁজেছি ঈশানে
দেখেছি নিরবে হতাশায় নুয়ে পরতে দিকপাল দেবতাকে
খুঁজেছি অগ্নি কোণে
দেখেছি শুক্রকে লুসিফার রূপে আচ্ছন্ন
দেখেছি নৈঋত্যে রাহুর গ্রাসের চিহ্ন
সেজেছি লুণ্ঠনকারী দস্যু, তোমার রুদ্ধ দুয়ার ভেঙ্গে ফেলার জন্য।
দেখেছি শত তারাদের তলিয়ে যেতে কৃষ্ণ গহব্বরে
দেখেছি কষ্টের পিন্ডগুলি মিলে যেতে হৃদপিন্ডের গভীরে
স্থির জানি কভুও নাহি পাওয়া যায় তাঁহারে
যে নিজেরে হারায় যদৃচ্ছা হৃদয়ের বাহিরে
তবুও বছর বছর ধরে তোমায় খুঁজি ছুঁট তারার মাঝে নিঝুম রাতের আকাশে
তবুও উন্মাদ মাতাল হয়ে শুধু তোমায় খুঁজে বেড়াই মরুভ‚মির মরীচিকায় নির্লজ্জ ভালোবেসে।