অনলাইন ডেস্ক : রাশিয়ার খুব ভেতরে নয়; শুধু সীমান্তবর্তী যেসব এলাকা থেকে গোলাবর্ষণ বা মিসাইল হামলা হচ্ছে সেখানে মার্কিন অস্ত্র ব্যবহার করতে ইউক্রেনকে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এবিসি টিভিতে বিশেষ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেন বলেন, মার্কিন অস্ত্র দিয়ে মস্কো বা ক্রেমলিনে হামলা চালাবে না ইউক্রেন। যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্র ব্যবহারের জন্য কিছু নীতিমালা বেধে দেওয়া হয়েছে। রাশিয়ার দুইশ’ মাইল ভেতরে হামলায় অনুমোদন দেওয়া হয়নি।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খারাপ মানুষ ও স্বৈরশাসক বলেছেন বাইডেন। তার দাবি, জনমত ধরে রেখে ইউক্রেনে হামলা জারি রাখতে গিয়ে হিমশিম খাচ্ছেন পুতিন।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়ার বিশেষ অভিযান প্রতিরোধে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়া দেশগুলোর মধ্যে সবার উপরে আছে যুক্তরাষ্ট্র। মার্কিন অস্ত্র সহায়তা দেওয়ার নিন্দা জানিয়ে প্রয়োজনে যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সূত্র: এবিসি নিউজ