বিনোদন ডেস্ক : বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। সম্প্রতি শুটিং সেটে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী নিজেই জানিয়েছেন এ খবর।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর বলছে, ওয়েব সিরিজ ‘সিটাডেল’ এর একটি অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময় দুর্ঘটনার কবলে পড়েন সামান্থা। এতে দুই হাতের আঙুল ও কবজিতে আঘাত পান তিনি।
জানা গেছে, অভিনেত্রী হাতে গ্লাভস পরে ঘুঁষি মারার দৃশ্যে অভিনয় করেছেন। সরাসরি সেই দৃশ্যে অংশ নিয়েই এই দুর্ঘটনা ঘটল।
কিছুদিন আগেই অসুস্থতা থেকে সুস্থ হয়েছেন নায়িকা। নিজেকে অভিনয়ের জন্য শরীরচর্চাও করছেন নিয়মিত। কিন্তু এর মধ্যেই ফের বিপত্তি।
সিটাডেল সিরিজে দক্ষিণী অভিনেত্রীর সঙ্গে দেখা যাবে বরুণ ধাওয়ানকে। সিরিজটির হিন্দি সংস্করণ নির্মাণ করছেন রাজ অ্যান্ড ডিকে।