স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান ১৪তম আসরের শুরু থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার প্রতিযোগিতায় দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস।
এই দুই দলের জন্য বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে, আজ চেন্নাই শীর্ষে তো কাল শীর্ষে দিল্লি। টি-টোয়েন্টির এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চলতি আসরের শুরু থেকেই জয়ের ধারা অব্যাহত রেখেছে দল দুটি।
শনিবার মোস্তাফিজদের রাজস্থান রয়েলসকে ৩৩ রানে হারিয়ে ১০ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে যায় ঋষভ পন্থের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস। অথচ এই ম্যাচের ফল হওয়ার ঠিক আগেও শীর্ষে ছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস।
আজ রোববার সাকিব আল হাসানদের কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি চেন্নাই। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৭১ রান করেছে ইয়ন মরগানের নেতৃত্বাধীন কলকাতা। ১৭২ রান করলেই দিল্লিকে হটিয়ে ফের শীর্ষে উঠে যাবে চেন্নাই। ইতোমধ্যে ৯ খেলায় ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে আছে ধোনির নেতৃত্বাধীন দলটি।