স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে পাকিস্তান। আগে ব্যাট করে বাবর আজমদের ১৬৪ রানের টার্গেট দিয়েছে কিউইরা।
আজ (শুক্রবার) ক্রাইস্টচার্চের হেগলি ওভালে অধিনায়ক কেন উইলিয়ামসনের দুর্দান্ত ফিফটিতে ৭ উইকেটে ১৬৩ রান তুলেছে নিউজিল্যান্ড।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১২ রানেই প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ৬ বলে ১২ রান করে আউট হন ফিন অ্যালেন। ডেভন কনওয়ে ফেরেন ১৪ রানে। দলীয় সর্বোচ্চ রান আসে ওয়ানডাউনে খেলতে নামা কেন উইলিয়ামসনের ব্যাট থেকে। ৩৮ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৯ রান করেন তিনি। গ্লেন ফিলিপস ২৯, মার্ক চ্যাপম্যান ২৫ ও জেমস নিশাম ১৭ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের কোঠা।
পাকিস্তানের নাসিম শাহ ও হারিস রউফ ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ।