বিনোদন ডেস্ক : চিত্রনায়ক শাকিব খানের দায়ের করা চাঁদাবাজি ও হত্যার হুমকির মামলায় প্রযোজক রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম আরফাতুল রাকিব বাদীর জবানবন্দি গ্রহণ করে আজ বৃহস্পতিবার এ সমন জারি করেন।
এর আগে আজ ঢাকার আদালতে উপস্থিত হয়ে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন শাকিব খান। আইনজীবী মো. খাইরুল হাসান সাংবাদিকদের এ তথ্য জানান।
মামলার আর্জিতে বলা হয়, ২০২৩ সালের ১৬ মার্চ ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার সহ-প্রযোজক অস্ট্রেলিয়া প্রবাসী রহমত উল্লাহ চিত্রনায়ক শাকিব খানের কাছে এক লাখ ডলার চাঁদা দাবি করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
এর আগে গত ২০ মার্চ রাতে শাকিব খান মামলা করতে গুলশান থানায় যান। প্রায় দেড় ঘণ্টা থানায় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন জনপ্রিয় এ চলচ্চিত্র অভিনেতা। পরে থানা থেকে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়।
শাকিব খান বলেন, আদালত সব কিছু আমলে নিয়েছেন। আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন তিনি।
তিনি আরও বলেন, সমসাময়িক ঘটনা নিয়ে দুই একদিনের মধ্যে প্রেস কনফারেন্স করব। আপনাদের সঙ্গে সেখানে বিস্তারিত আলাপ হবে।
সাংবাদিকদের উদ্দেশে শাকিব খান বলেন, আপনারা আমার সঙ্গে থানায় ছিলেন। আমার সঙ্গে ডিবি অফিসেও ছিলেন। আজ আপনারা সবাই আদালতে এসেছেন। গণমাধ্যমের সকল কর্মীকে ধন্যবাদ।