স্পোর্টস ডেস্ক : উত্তর আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় শাহীনের প্রভাবে ওমানের মাস্কাট বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করা হয়েছে। এতে রবিবার (৩ অক্টোবর) রাতে ওমান যাওয়া নিয়ে সঙ্কট তৈরি হয়েছিলো বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট দলের।

বাংলাদেশ দল ৪ অক্টোবর মাস্কাট বিমানবন্দরে অবতরণের কথা ছিল। মাস্কাট বিমানবন্দর বন্ধ করায় টাইগারদের নির্ধারিত সময়ে ওমান যাত্রা নিয়ে জেগেছিল শঙ্কা। তবে সেই শঙ্কার মেঘ কেটে গেছে। আজ রাতে নির্ধারিত সময়েই বাংলাদেশ দল ওমানের উদ্দেশে দেশ ছাড়বে। তবে গন্তব্যস্থল হবে মাস্কাটের পরিবর্তে সালালা এয়ারপোর্ট। যেখান থেকে মাস্কাট বিমানবন্দরের দূরত্ব বিমানপথে প্রায় দেড় ঘণ্টার।

মূলত মাস্কাট বিমানবন্দরে অবতরণ করার কথা যে ফ্লাইটগুলোর, সেগুলোই হাজার কিলোমিটার দুরের সালালা বিমানবন্দরে অবতরণ করবে। বাংলাদেশ দল তাই পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ রাত পৌনে এগারোটার ফ্লাইটেই বিশ্বকাপের উদ্দেশে যাত্রা করবে।

একনজরে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি।