Home আন্তর্জাতিক লণ্ডভণ্ড ভারত, কোভিড সেন্টারে করোনা আক্রান্ত তরুণীর বিয়ে!

লণ্ডভণ্ড ভারত, কোভিড সেন্টারে করোনা আক্রান্ত তরুণীর বিয়ে!

অনলাইন ডেস্ক : করোনার তাণ্ডবে বিপর্যস্ত ভারত। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতির মাঝেই দেশটির কেরালায় কোভিড সেন্টারে করোনা আক্রান্ত এক তরুণীর বিয়ে হয়েছে।

সরকারি কোভিড নীতিমালা মেনে রবিবার রাজ্যের বারার শাহবাদে একটি কোভিড সেন্টারে তার বিয়ের আয়োজন করা হয়।

বর ও কনে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পরে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। এছাড়াও পিপিই’র ওপর দিয়ে ঐতিহ্যবাহী পাগড়ি পরেছিলেন বর। আর কনে ফেসশিল্ড ও হাতে গ্লাভস পরেছিলেন।
এই দম্পতির বিয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এরইমধ্যে ভাইরাল হয়েছে।

সূত্র: এএনআই

Exit mobile version