Home কানাডা খবর লকডাউন শিথিল হতেই ছেলেকে আইসক্রিম খাওয়াতে নিয়ে গেলেন ট্রুডো

লকডাউন শিথিল হতেই ছেলেকে আইসক্রিম খাওয়াতে নিয়ে গেলেন ট্রুডো

অনলাইন ডেস্ক : কানাডায় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন শিথিল করা শুরু হয়েছে। আর এই সুযোগে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘুরতে বেরিয়েছেন। ছেলের বায়না মেটাতে তাকে নিয়ে গেছেন আইসক্রিমের দোকানে। কুইবেক প্রদেশে সেন্ট জ্যঁ ব্যাপটিস্ট ডেতে ঘুরতে যান ট্রুডো।

কুইবেকের গাতিনিউয়ে চকলেট ফেভোরিসে ছয় বছরের ছেলে হার্ডিয়েনকে নিয়ে আনন্দ করতে দেখা যায় ট্রুডোকে। এ সময় তিনি মাস্ক পরেছিলেন। ভ্যানিলা কোন আইসক্রিম হাতে হার্ডিয়েন মহাখুশি। বাবা ট্রুডো কিনেছিলেন চকলেট ভ্যানিলা কোন আইসক্রিম। নির্ধারিত জায়গায় বসে ট্রুডো ও তাঁর ছেলে আইসক্রিম খাওয়ার জন্য মাস্ক খুলে ফেলেন।

এএফপির খবরে জানানো হয়, ট্রুডো বলেছেন, করোনার কারণে সৃষ্ট খারাপ পরিস্থিতিতে ওই দোকানটিতে সরকার জরুরি ভর্তুকি ও বাণিজ্যিক লোন দেয়।

মার্চের মাঝামাঝি সময় থেকে কানাডায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে দেশটিতে স্কুল ও অগুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ।

Exit mobile version