Home রেসিপি রেসিপি: সুজির পিঠা

রেসিপি: সুজির পিঠা

অনলাইন ডেস্ক : বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে ফেলা যায় সুজির পিঠা। এটি বানানো যেমন সহজ, খেতেও তেমনি ভীষণ সুস্বাদু।

উপকরণ
ডিম- ১টি
বেকিং পাউডার- ১/৪ চা চামচ
সুজি- পরিমাণ মতো
চিনি- স্বাদ মতো
তেল- ভাজার জন্য
প্রস্তুত প্রণালি
ডিম ফেটিয়ে চিনি মিশিয়ে নিন। বেকিং পাউডার মেশান। এবার অল্প অল্প করে সুজি মিশিয়ে ঘন মিশ্রণ বানিয়ে নিন। তেল গরম করে মচমচে করে ভেজে তুলুন।

Exit mobile version