স্পোর্টস ডেস্ক : রেফারিকে পেছন থেকে আক্রমণ করায় জার্মান লিগের এক গোলরক্ষককে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
সেপ্টেম্বরে এসভি ওপাম ও সিএসভি ম্যারাথন টু’র মধ্যকার ম্যাচের ৮০ মিনিটে স্বাগতিকরা যে গোলটি করে সমতায় এসেছিল, সেই গোলটি নিয়েই বিতর্ক শুরু হয়।
সফরকারী দলের অভিযোগ গোলটি অফসাইড পজিশন থেকে হয়েছে। কিন্তু স্বাগতিকরা তা মানতে নারাজ। এ নিয়ে শুরু হয় তর্ক। তর্কের জেরে সিএসভির এক খেলোয়াড়কে লাল কার্ড দেখান ম্যাচ রেফারি।
বিষয়টি ভালোভাবে নেননি সিএসভির গোলরক্ষক। তিনি বক্সের ভেতরে থেকে বেরিয়ে এসে হঠাৎ করেই রেফারিকে পেছন থেকে আক্রমণ করেন। তার এমন আচরণের পরিপ্রেক্ষিতে ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।
গোলকিপারের এমন আচরণের কারণে ক্লাবের ভাবমূর্তি নষ্ট হওয়ায় তাকে ক্লাব চত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়। আইনি জটিলতার কারণে তাকে বহিষ্কার করার এখতিয়ার নেই সিএসভির।