স্পোর্টস ডেস্ক : বেশ কিছুদিন ধরে মাঠে গোল না পাওয়ায় ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে সমালোচনার ঝড় উঠে ফুটবল অঙ্গণে। এবার প্রিমিয়ার লিগে রেকর্ড গড়া হ্যাট্রিক করে সব সমালোচনার কড়া জবাব দিলেন সিআর সেভেন। একই সঙ্গে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তকমাও পেলেন এই তারকা ফুটবলার।

গতকাল শনিবার রাতে টটেনহামের বিপক্ষের ম্যাচে ক্লাব ক্যারিয়ারের ৪৯তম হ্যাটট্রিক পাওয়ার পাশাপাশি ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো। সঙ্গে টেডি শেরিংহামের পর ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ ফুটবলার হিসেবে হ্যাটট্রিক করলেন রোনালদো। পা রাখলেন ৩৭ বছর ৩৫ দিনে মাইলফলকে।

এছাড়া ম্যাচে দলের প্রথম গোলটি করে তিনি পাশে বসেন ৮০৫ গোল নিয়ে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা জোসেফ বাইকানের। দ্বিতীয় গোলটি করে রেকর্ডটি নিজের করে নেন রোনালদো।

পেশাদারি ফুটবলের সর্বোচ্চ গোলদাতার অফিশিয়াল কোনো রেকর্ডের হিসাব নেই ফিফার কাছে। তবে তাদের এক হিসাব অনুযায়ী, অস্ট্রিয়ান-চেক বংশোদ্ভূত বাইকান ১৯৩১-১৯৫৫ সাল পর্যন্ত তার ২৪ বছরের ক্যারিয়ারে ৮০৫ গোল করেছেন। তা ছাপিয়ে ৮০৭ গোল নিয়ে রেকর্ডটি নিজের করে নিলেন রোনালদো।

এদিন ৩৭ বছর বয়সী রোনালদোর নৈপুণ্যে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে স্পার্সদের ৩-২ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। সেই সঙ্গে আর্সেনালকে এক ধাপ নিচে ঠেলে প্রিমিয়ার লিগের চলতি পয়েন্ট তালিকায় উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৯ ম্যাচে তাদের পয়েন্ট ৫০। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে রাল্ফ রাংনিকের শিষ্যদের ব্যবধান ১৯ পয়েন্ট।