শরতের ডাক
আজকের আকাশ আমায় এক আনন্দের বার্তা দিয়ে গেল।
বলছে শুধু তাকিয়ে দেখ শিউলি আর কাশফুলেরা শরৎ নিয়ে এল।
কত যুগ পর আমার কাছে শরৎ এল তার শুভ্র বার্তা নিয়ে,
সেই বার্তা ছুটিয়ে বেরাচ্ছে আমায় পাগলের মতো ধেয়ে ধেয়ে।
হয়তো এই হবে মোর জীবনের শেষ শরৎ দেখা,
তারপর হয়তো দেখব শরৎ পড়ে কারো লেখা।
শিউলি কাশের সাথে সাথে উমা মা মর্তে বাপের বাড়ি আসবে
সব মেয়েরা উমার সাথে বাপের বাড়িতে হাসবে
আগমনীর গানে আমায় নেবে শিউলি কাশের শরতের কাছে টেনে,
বিষর্জনের বাদ্য বলে যাবে এ তোমার শেষ শরৎ লিখে রাখ সব গুনে।
মহালয়া
পিতৃ পক্ষের শেষে জলে করে তর্পণ
মাতৃ পক্ষের সূচনার হয় বীজ বপন।
পূর্ব পুরুষের না শোধরানো ঋণ কর্ণের,
শোধিবারে সূচনা হলো পিতৃ তর্পণের।
পিতৃ পক্ষের শেষে এই মহালয়ার দিনে
মা দুর্গার আগমন বার্তা বয়ে যে আনে।
পূর্ব পুরুষের ঋণ শোধ করে সর্ব নরে,
ঘরের মেয়ে ঘরে আসার অপেক্ষা করে।
মহালয়ার দিনে মা দুর্গার চোখ আঁকা হয়
মায়ের মর্তে আসার বার্তা এতে অর্পিত রয়।
শরতের এদিন আর সেদিন
শরৎ মানে শিউলির সুবাসে ভোরের বার্তা পাওয়া
শরৎ মানে একটু মনে আনন্দের পরশ লাগা হাওয়া
শরৎ মানে শিউলি, বেলী, জুঁই, পদ্মের মেলা
শরৎ মানে নীল আকাশে স্বচ্ছ মেঘের ভেলা
শরৎ মানে দেবী পার্বতীর মর্তে আসার বার্তা
শরৎ মানে নূতন কাপড় কিনে দিবেন কর্তা
শরৎ মানে বিবাহিত মেয়ের, মায়ের বাড়ি ফেরা
শরৎ মানে দুর্গা পূজার প্যান্ডেলগুলো ঘোরা
শরৎ মানে কাশফুলের শুভ্রতায় হারিয়ে যাওয়া
শরৎ মানে ছোটবেলার বন্ধুদের ফিরে পাওয়া
এসব ছিল আমার দেশের সেদিনের শরতেই কথা
এখন আমি শোনাব এদিনের প্রবাসী শরৎ গাথা
শরৎ মানে এদেশে সময় হলো ফ্লু শটটা নেয়ার
শরৎ মানে সন্তানকে নূতন ক্লাসের প্রস্তুতি করে দেয়ার
শরৎ মানে বাগানের শেষ সব্জিটাও ঘরে তোলা
শরৎ মানে শেষ ফুলগুলোর ফুটে ওঠার পালা
শরৎ মানে কঠিন শীতকে মনে করিয়ে দেয়া
শরৎ মানে এখন থেকেই শীতের প্রস্তুতি নেয়া
শরৎ মানে বাইরে ঘুরে বেড়ানো সাঙ্গ করে ফেলা
শরৎ মানে বাতায়নে হবে না আর পাখির খেলা
শরতে আর পাইনা সুবাস শিউলি, চাঁপা, জুঁইয়ের
শরতে যে হয় না দেখা শালুক, পদ্ম, বা কাশবনের
আজও শরতে মেতে থাকি উইকএন্ডের দুর্গা পূজায়
যতœ করে সবাই মিলে হেথায় পূজার বেদী সাজায়
আজ শরতে এইটুকুতেই খুঁজে বেড়াই আমার ছোট্টবেলা
তাই তো আমি করি না মন ভরে আনন্দ নিতে হেলা।
শারদীয় বার্তা
শরৎ এল শিউলির ঘ্রাণে
শরৎ এল বাঙালির প্রাণে
শরৎ এল কাশের বনে
শরৎ এল আমাদের মনে
শরৎ এল আগমনীর গানে
শরৎ এল মাঠ ভরা কাঁচা ধানে
শরৎ এল মা দুর্গাকে নিয়ে মর্তে
শরৎ এল বাঙালীর আনন্দের শর্তে।
শরৎ এল ঊমা মাকে গজতে মর্তে নিয়ে
শরৎ এল নৌকায় মা দুর্গাকে কৈলাশে ফিরিয়ে দিয়ে
শরৎ এল এবারে মর্ত বাসীর গোলা ভরা ধান নিয়ে
শরৎ যাবে আমাদের ধন সম্পদ আর জলে ভাসিয়ে দিয়ে\
রুমা বসু : কবি, অটোয়া, কানাডা