স্পোর্টস ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদ সবখানে। খোদ রাশিয়াতেই এবার প্রতিবাদে চাকরি ছাড়ার হিড়িক পড়েছে। রুশ ক্লাব লোকোমোটিভ মস্কোর চাকরি ছেড়েছেন জার্মান কোচ মার্কাস জিসডল।
জিসডল চাকরি ছাড়লেও লোকোমোটিভ মস্কো দাবি করছে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। অথচ মাত্র চার মাস আগেই দায়িত্ব নিয়েছিলেন তিনি। তবে জার্মান ট্যাবলয়েড বিল্ডকে দেওয়া সাক্ষাৎকারে জিসডল বলেছেন, যে দেশটির প্রধান ব্যক্তি ইউরোপের মাঝে যুদ্ধপরিস্থিতির জন্য দায়ী। তার প্রতিবাদ হিসেবে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। তার কথা, ‘কয়েক কিলোমিটার দূরে এমন নির্দেশ দেওয়া হয়েছে, যার জন্য সব মানুষের ওপর ভীষণ ভোগান্তি নেমে এসেছে। এমন পরিস্থিতিতে আমি মস্কোর অনুশীলন মাঠে দাঁড়াতে পারবো না, পেশাদারিত্ব চেয়ে কোচিং করাতে পারবো না।’
লোকোমোটিভ মস্কোর মালিকানায় রয়েছে রাশিয়ান রেইলওয়েজ। যে প্রতিষ্ঠানটি এরই মধ্যে মার্কিন নিষেধাজ্ঞার সম্মুখীন। জিসডলকে নিয়োগ দেওয়া হয়েছে গত অক্টোবর; তখনকার স্পোর্টিং ডিরেক্টর রাফ রাংনিকের অধীনে। যিনি এখন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ।
ইউক্রেন আগ্রাসনের প্রতিবাদ স্বরূপ চাকরি ছেড়েছেন ডায়নামো মস্কোর সহকারী কোচ আন্দ্রি ভোরোনিনও। তিনি সাবেক লিভারপুল ও ইউক্রেনীয় স্ট্রাইকার। এছাড়া রুশ ক্লাব ইউরাল ইয়েকাতেনিবার্গ ছেড়েছেন ইউক্রেনীয় গোলকিপার ইয়ারোস্লাভ হডজিয়ুর।