Home Uncategorized রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা না বাড়াতে ভারতকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা না বাড়াতে ভারতকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা বলেছেন, ইউক্রেন আক্রমণের পর রাশিয়ার সঙ্গে বেশি ঘনিষ্ঠভাবে অংশীদারিত্ব না চালাতে যুক্তরাষ্ট্র ভারতকে সতর্ক করে দিয়েছে।

হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক ব্রায়ান ডিজ বুধবার সাংবাদিকদের বলেন, ‘ভারত সরকারের কাছে আমাদের বার্তা হচ্ছে, রাশিয়ার সঙ্গে আরও সুস্পষ্ট কৌশলগত সম্পর্কের পথে যাওয়ার ক্ষতি এবং পরিণতি হবে উল্লেখযোগ্য এবং দীর্ঘমেয়াদী। ’

‘অবশ্যই এমন কিছু ক্ষেত্র আছে যেখানে আমরা ইউক্রেন আগ্রাসনের প্রেক্ষাপটে চীন ও ভারত উভয়ের সিদ্ধান্তে হতাশ হয়েছ ‘, যোগ করেছেন এ উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা।

ভারত অন্যান্য দেশের মতো রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে রাজি হয়নি।

ব্লুমবার্গের মতে, ভারত রাশিয়ায় তৈরি অস্ত্রের বৃহত্তম আমদানিকারক। দেশটিকে যুক্তরাষ্ট্র এশিয়ায় চীনের পাল্টা শক্তি হিসাবে দেখে।

মার্কিন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দলীপ সিংয়ের গত সপ্তাহের ভারত সফরের প্রেক্ষাপটে মার্কিন এ সতর্কতার খবর এলো।

দলীপ সিং ওয়াশিংটনে ফিরে আসার পর হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছিলেন, ‘এই সফরের সময় দলীপ তার ভারতীয় প্রতিপক্ষের কাছে স্পষ্ট করে বলেছেন, রাশিয়ার জ্বালানি ও অন্যান্য পণ্য আমদানি ত্বরান্বিত বা বৃদ্ধি করা ভারতের স্বার্থের অনুকূল হবে বলে আমরা মনে করি না। ’
সূত্র: বিবিসি

 

Exit mobile version