(১)
একুশের জয়গান
অমর একুশে ফেব্রুয়ারি
দিনটি বছরে সেরা,
বুকের রক্তে অর্জিত বাংলা
ভাইয়ের রক্ত ঝরা।
একুশ মোদের দেশের ইতিহাস
ভাষার তরে আহবান,
বাংলার মায়ের দামাল ছেলে
একুশে দিয়েছিল শ্লোগান।
দেশের তরে ভাষার জন্য
দিয়েছিল যাঁরা প্রাণ,
একুশের তাজা রক্তে গড়া
তারা বাংলার সন্তান।
বাংলা আমার মায়ের ভাষা
ভাইয়ের জীবন দান,
বাংলা ভাষাতে বাঁধে সুর
কবিয়াল গায় গান,
ভাষার গর্বে গর্বিত বাঙালি
বিশ্ববাসী করে জয়গান,
বাংলা ভাষা পৃথিবীর বুকে
থাকবে চির অ¤øান।
(২)
একুশে দুঃখিনী মা
একুশ ভাইয়ের বুকের রক্ত মায়ের চোখের জল
একুশ বোনের শাড়ির আঁচল রক্তের দাগ অবিকল।
বাবার কাঁধে ছেলের লাশ রক্তে ভাসে রাজপথ
ভাষার তরে জীবন দিতে বাঙালি করেছিল শপথ।
একুশে ভাসে নয়নের স্বপ্ন হৃদয়ে বাংলার চাষ
একুশে কাঁদে জন অরণ্য বাংলা মায়ের দীর্ঘশ্বাস।
একুশ মোদের ভাষার মাস শহীদ’দের কথা মনে পরে
একুশ এলে দুঃখিনী মা তার সন্তানকে খোঁজে মরে।
একুশ মোদের বাংলা ভাষার দিয়েছে স্বাধীনতা
একুশ মোদের মুক্ত করেছে পাকিস্তানের পরাধীনতা।
একুশ দিয়েছে স্বপ্ন সুখ ত্যাগের বিনিময় ভালোবাসা
একুশে পেয়েছি হৃদয়ে মানচিত্র মুখে বাংলা ভাষা।
একুশ মোদের বাংলার মাটিতে বুকের রক্ত ঝরা
একুশ বাংলার আকাশ মাঝে চন্দ্র সূর্য ধ্রুবতারা।
একুশের ডাকে বাঙালি জাতি সকল বিবেধ ভুলে,
একুশে সাজে অ আ ক খ নানা রঙের ফুলে।
কানাডা