সুদের ঘরে সর্বনাশ

সুদের উপর বানাইছে বাড়ি
দেখায় পরহেজগার দীনদারি,
লোভ-লালসায় ভাসায় তরী
এই হলো মোদের দুনিয়াদারি।

আল্লাহ আল্লাহ জিকির করে
তসবিহ জপে নামাজ পড়ে,
কথায় কথায় হাদিস ছাড়ে
স্বপ্ন মাঝে স্বর্গ গড়ে।

অহংকার গৌরবে করে হাসফাঁস
সুদের ঘরে জীবদ্দশায় সর্বনাশ,
অট্টালিকায় থেকেও গলায় ফাঁস
কবর মাঝে সাপের বাস।

বাড়ি গাড়ি গয়না চাই
সুদের টাকায় করে বড়াই,
সহজ পথে হারাম কামাই
তাই সংসারে শান্তি নাই।

শেষ বয়সে ছেলে মেয়ে
কেহ রবে না সাথে,
মরন কালে কাঁদবে তখন
ঠাঁই পাবে না আখেরাতে।

রমজানে নেয়ামত

রবির কিরণের সাথে ঝলমলে রঙিন
আগমণী বার্তা শুনি মাহে রমজান,
বছর ঘুরে এলো আবার পবিত্র নেকের মাস
আল্লাহর প্যায়ারা বান্দা মমিন মুসলমান।

তিরিশ রোজা তিরিশ তারাবি নামাজ পড়লে
সেহেরী ইফতারে মিলে আল্লাহর বরকত,
সত্য ন্যায়ের পথে, হারাম-হালাল বেছে খেলে
বিশ্বাস ভক্তিতে মিলবে অনাবিল রহমত।

রাতের আঁধারে আমলে ঠিক রবে ইমান
মুছে যাবে বিরহ ব্যথা মনে আসবে প্রশান্তি,
দূর হবে দু:খ-কষ্ট ক্লান্তি, হবে সর্ব কল্যাণ
পাবে অপার মুক্তি ফিরবে সুখ শান্তি।

হিংসা অহংকার ভুলে হৃদয়ের দ্বার খুলে
ধনী-গরীব সকল মানব কুলের খেদমতে
ইয়াতীম দু:খীদের ভালোবেসে বুকে নিলে
তবেই আল্লাহর দয়ায় মুক্তি আখেরাতে।
বিধাতা সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামীন
উন্মুক্ত হাতে করলে সদকা, দান, খয়রাত,
আল্লাহর দরবারে অশ্রুজলে করলে ফরিয়াদ
সন্তুষ্ট চিত্তে ডাকলে কবুল হবে ইবাদাত।
কানাডা