Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্র ভ্রমণে নাগরিকদের নতুন বার্তা দিলো রাশিয়া

যুক্তরাষ্ট্র ভ্রমণে নাগরিকদের নতুন বার্তা দিলো রাশিয়া

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোতে ভ্রমণ না করতে নাগরিকদের নির্দেশনা দিয়েছে রাশিয়া। বুধবার (১১ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সংবাদ ব্রিফিংয়ে এই নির্দেশনা দেন।

এই মুখপাত্র বলেন, রাশিয়ানরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিপজ্জনক সম্পর্কের কারণে ‘শিকারে’ পরিণত হতে পারে। মার্কিন-রাশিয়া সম্পর্ককে “বিচ্ছেদের দ্বারপ্রান্তে”। তাই সরকারী প্রয়োজনের বাইরে ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্রে ভ্রমণ গুরুতর ঝুঁকিপূর্ণ।”

এ সময় জাখারোভা বলেন, রাশিয়ানদের কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নে মার্কিন মিত্র দেশগুলোতে ভ্রমণ এড়ানো উচিত। এদিকে যুক্তরাষ্ট্রও তার নাগরিকদের রাশিয়া ভ্রমণের বিরুদ্ধেও পরামর্শ দিয়েছে। মার্কিন কর্তৃপক্ষ বলেছে, “তারা রাশিয়ান নিরাপত্তা কর্মকর্তাদের দ্বারা হয়রানি বা আটকের সম্মুখীন হতে পারে” অথবা তাদের বিরুদ্ধে “স্থানীয় আইনের নির্বিচারে প্রয়োগ” হতে পারে।

রাশিয়ান এবং মার্কিন কূটনীতিকরা বলছেন যে ইউক্রেনের গ্রাসিং যুদ্ধের কারণে ১৯৬২ সালের কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক যেকোনো সময়ের চেয়ে বর্তমানে খারাপ। মূলত ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণ মাত্রায় ইউক্রেনে আগ্রাসন শুরু করে। যুক্তরাষ্ট্র ইউক্রেনের সবচেয়ে বড় সমর্থক, দেশটিকে ৬২ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে। কিন্তু গত মাসে মার্কিন প্রশাসন ইউক্রেনকে রাশিয়ার যুক্তরাষ্ট্রের তৈরি দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে। তারপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

সূত্র : আল জাজিরা

Exit mobile version