স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স দল কিনে ক্রিকেটে বিনিয়োগ শুরু করেন শাহরুখ খান। এরপর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) দল কেনেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটেও (এমএলসি) বিনিয়োগ করতে যাচ্ছেন বলিউড বাদশাহ খ্যাত এই অভিনেতা।

নাইট রাইডার্স গ্রুপের যৌথ মালিক শাহরুখ খান। সিপিএলে তাদের দলের নাম ত্রিনবাগো নাইট রাইডার্স। এবার যুক্তরাষ্ট্রে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করারও উদ্যোগ নিয়েছে তারা। সাউদার্ন ক্যানিফোর্নিয়ায় স্টেডিয়াম বানানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

দশ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটির অবস্থান লস অ্যাঞ্জেলস থেকে ৪০ মাইল দক্ষিণ-পূর্বে। এটি নির্মাণে খরচ হবে ৩০ মিলিয়ন মার্কিন ডলার।