অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে ওহাইও অঙ্গরাজ্যে সিনসিনাটি শহরে গোলাগুলির ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন ১৮ জন। শহরে একাধিক হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গত শনিবার স্থানীয় সময় মধ্যরাতে ৩ লাখ বাসিন্দার শহর সিনসিনাটিতে এ বন্দুক হামলা শুরু হয়। ওয়ালনাট হিলস এলাকায় হামলা আহত হন তিনজন ব্যক্তি।

সিনসিনাটি শহরের পুলিশ এক বিবৃতিতে জানান, তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ ছাড়া ওভার দ্য রাইন এলাকা থেকে রাত সোয়া দুইটায় গুলিবিদ্ধ ১০ জনকে উদ্ধার করে পুলিশ। এর মধ্যে ঘটনাস্থলেই মারা যান ৩৪ বছর বয়সী এক ব্যক্তি। ইউনিভার্সিটি মেডিকেলে মারা যান আহতদের মধ্যে ৩০ বছর বয়সী একজন। শহরের ওয়েস্ট এন্ডে আরেক হামলায় নিহত হন চতুর্থজন।

কারা এ বন্দুক হামলা ঘটিয়েছে সেসম্পর্কে এখনো কিছু জানায়নি পুলিশ। কোনো ঘটনাতেই সন্দেহভাজন কাউকে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি।

সিনসিনাটির অ্যাসিস্টেন্ট পুলিশ চিফ পল নেউডিগেইট জানান, আলাদা আলাদাভাবে বন্দুক হামলাগুলো হয়েছে বলে তারা ধারণা করছেন। তবে প্রত্যেকটি ঘটনায় খুবই ভয়াবহ ও মর্মান্তিক।