Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৪

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৪

অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের লুজিয়ানা অঙ্গরাজ্যে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। টেক্সাসের একটি পশু চারণভূমিতে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয় বিমানটি।

রবিবার সকালে হিলটপ লেকের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। বিমানের আরোহীর সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে টেক্সাস পাবলিক সেফটি অথরিটি।

লিওন কাউন্টের শেরিফ কেভিন এলিস জানান, জরুরি অবতরণ করতে গিয়ে বিমানটি বিধ্বস্ত হয় তবে সে সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে রেডিও কন্টাক্ট ছিল।

পার্সটুডের খবরে বলা হয়, বিমানটি অস্টিনের পশ্চিমে অবস্থিত হর্স সু বে রিসোর্ট থেকে উড্ডয়ন করেছিল। এটি লুইজিয়ানার ন্যাচিটোচেসের দিকে যাচ্ছিল।

Exit mobile version