Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় অন্তত ২২ জন নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় অন্তত ২২ জন নিহত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের লিউইস্টন শহরে বন্দুক হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ থেকে ৬০ জন।

বুধবার (২৫ অক্টোবর) রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। এ ঘটনায় অ্যান্ড্রোস্কগিজন কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, হামলাকারীরা পলাতক রয়েছেন।

হামলার পর শেরিফের অফিস থেকে সব ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছে। অফিসটি সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টে জানায়, হামলাকারীর হাতে উচ্চ ক্ষমতাসম্পন্ন অ্যাসাল্ট-রাইফেল দেখা গেছে।

এছাড়া মেইন স্টেট পুলিশ জানিয়েছে, হামলাকারীকে আটক করতে না পারার কারণে ফের হামলার আশঙ্কা রয়েছে।

প্রসঙ্গত, লিউইস্টন শহরের অবস্থান পোর্টল্যান্ড থেকে প্রায় ৩৬ মাইল উত্তরে। যা রাজ্যটির দ্বিতীয় বৃহত্তম জনপ্রিয় শহর।

Exit mobile version