অনলাইন ডেস্ক : এবার যুক্তরাষ্ট্রে ফৌজদারি মামলার মুখে পড়েছেন ভারতের বিতর্কিত ব্যবসায়ী গৌতম আদানি। অভিযোগ উঠেছে, জালিয়াতির করে বিনিয়োগকারীদের কাছে থেকে তুলেছেন তিনশ’ কোটি মার্কিন ডলার।
বুধবার (২০ নভেম্বর) নিউইয়র্কে ডিস্ট্রিক্ট কোর্ট ব্রুকলিনে আদানির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন করে জানানো হয়েছে, ২৫ কোটি মার্কিন ডলার ঘুষের বিনিময়ে ভারতে বড় একটি সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করেছেন আদানি। যা মার্কিন বিনিয়োগকারীদের কাছে গোপন করা হয়েছে।
ভারতের সরকারি কর্মকর্তাদের সাথে ঘুষ লেনদেনের বিষয়টি আদানি ছাড়াও আদানি গ্রিন এনার্জির কর্মকর্তারা জানতেন। ২০ বছর মেয়াদী ওই প্রকল্প থেকে দুইশ’ কোটি ডলারের বেশি লাভ তুলে নেয়া যাবে বলে ধারনা করছে আদানি গ্রুপে।
গত বছর যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আর্থিক গবেষণা প্রতিষ্ঠান আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচত হওয়ার পর তাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে যুক্তরাষ্ট্রে এক হাজার কোটি ডলার বিনিয়োগ করে ১৫ হাজার মানুষের কর্মসংস্থানের আশাবাদ জানিয়েছিলেন বিশ্বের ২২তম শীর্ষ ধনী গৌতম আদানি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ হওয়ায় অনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্প দখলের অভিযোগ রয়েছে আদানির বিরুদ্ধে।