অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় জরুরি ভিত্তিতে প্লাজমা থেরাপির অনুমোদন দেওয়া হয়েছে।
দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিসট্রেশন (এফডিএ) এ অনুমোদন দেয় বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
যারা এরই মধ্যে করোনা আক্রান্ত হয়ে সেরে উঠেছেন এমন ব্যক্তির দেহে এন্টিবডি তৈরি হওয়ার পর তাদের কাছ থেকে প্লাজমা নিয়ে আক্রান্ত ব্যক্তিকে দেওয়া হয়। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ৭০ হাজারের বেশি মানুষ প্লাজমা থেরাপি গ্রহণ করেছেন।