অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে আবারও বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ায় রুজভেল্ট বুলেভার্ড এবং কটম্যান অ্যাভিনিউয়ের কাছে এই বিমানটি বিধ্বস্ত হয়। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিধ্বস্ত হয়ে বিমানটি কয়েকটি বাড়ির উপরে পড়েছে। এতে সেখানকার বাড়িঘর ও যানবাহনে আগুন ধরে গেছে। নিচে থাকা বেশ কয়েক জন মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, শুক্রবার সন্ধ্যায় বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় এর ভেতরে ছয়জন ছিলেন। বিবিসির সংবাদ অংশীদার সিবিএসসহ একাধিক মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিমানটি একটি মেডিকেল ট্রান্সপোর্ট মিশনে ছিল এবং এর ভেতরে চিকিৎসক ও একজন শিশু রোগী ছিলেন।

উদ্ধারকাজে অংশ নিয়েছেন জরুরি কর্মীরা। সেখানে এখন তারা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। এ ছাড়া জনগণকে দুর্ঘটাস্থল থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

ফিলাডেলফিয়ার মেয়র চেরেল পার্কার এক সংবাদ সম্মেলনে বলেছেন, নগর কর্তৃপক্ষ এখনো হতাহতের সংখ্যা জানে না। তবে হতাহতদের জন্য দোয়া করার অনুরোধ করেছেন তিনি। এ ছাড়া বিমানের কোনো ধ্বংসাবশেষ দেখলে ৯১১ নম্বরে কল দেয়ার কথা বলেছেন।

পেনসিলভেনিয়া শহরের একটি জনবহুল এলাকায় তিনতলা শপিং সেন্টার রুজভেল্ট মল থেকে মাত্র কয়েক ব্লক দূরে এই দুর্ঘটনাটি ঘটে। যে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে টেরাকোটার ঘরবাড়ি ও দোকান রয়েছে।

এর আগে স্থানীয় সময় গত বুধবার ওয়াশিংটনের রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি সামরিক হেলিকপ্টার ও একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষে ৬৭ জন নিহত হন।