Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার মারা গেছেন

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার মারা গেছেন

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার মারা গেছেন। গতকাল বুধবার ১০০ বছর বয়সে মারা যান তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের নিক্সন ও ফর্ড প্রশাসনের সময় তিনি পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কয়েক দশকের রাজনৈতিক জীবনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কিসিঞ্জার। কখনো কখনো বিতর্কিতও ছিলেন তিনি।

এক বিবৃতিতে কিসিঞ্জার অ্যাসোসিসয়েটস জানায়, জার্মান বংশোদ্ভূত এই কূটনীতিক কানেকটিকানে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের চালানো গণহত্যাকে প্রচ্ছন্ন সমর্থন করেছিলেন কিসিঞ্জার। বাংলাদেশকে একবার ‘বটমলেস বাস্কেট’ বা ‘তলাবিহীন ঝুড়ি’ বলে অভিহিত করেছেন তিনি।

Exit mobile version