অনলাইন ডেস্ক : ফোর্বেসের হিসেবে যুক্তরাষ্ট্রের ব্যক্তিমালিকানাধীন শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮টি খাদ্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান। যারা গত ১০ বছর ধরে তালিকার শীর্ষে অবস্থান করে চলেছে। ম্যাগাজিনটির সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

বিশ্বজুড়ে বাণিজ্যের প্রসারে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানই সবচেয়ে বড় অবদান রেখে এসেছে। কালের বিবর্তনে এ ধরনের প্রতিষ্ঠানগুলো বিশ্ব অর্থনীতিকে এগিয়ে নিয়ে চলছে। আর তাদেরই তালিকা তৈরী করেছে ফোর্বস। এবারের তালিকায় শীর্ষ ১৫ প্রতিষ্ঠানের ৮টি খাদ্য ও খাদ্য প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান।

কৃষি ও খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কারগিল চতুর্থবারের মত শীর্ষস্থানে। গত বছরের তুলনায় ১০ শতাংশ আয় কমার পরও দেড় লাখ কর্মী নিয়ে মিনেসোটাভিত্তিক প্রতিষ্ঠানটির আয় ১৬০ বিলিয়ন ডলার।

১২৫ বিলিয়ন আয় নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে ক্যানসাসের কোচ ইনকরপোরেশন। বছরে ৫৭ বিলিয়ন আয় নিয়ে ফ্লোরিডাভিত্তিক সুপার মার্কেট চেইন পাবলিক্স সুপার মারকেটস রয়েছে তৃতীয় স্থানে। ৫০ বিলিয়ন এবং সাড়ে ৪৬ বিলিয়ন আয় নিয়ে, চতুর্থ এবং পঞ্চম অবস্থানে রয়েছে মার্স এবং এইচ-ই-বি গ্রোসারি কোম্পানী। ২৬ বিলিয়ন আয় নিয়ে দশম স্থানে সাউদার্ন গ্লেজার’স ওয়াইন এন্ড স্পিরিট।

তালিকায় রয়েছে ২৭৫ টি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান, যাদের ৪৮ শতাংশই গত ১০ বছর ধরে তালিকায় স্থান করে নিচ্ছে। চলতি বছর ২৬ টি নতুন প্রতিষ্ঠান তালিকায় যোগ হয়েছে, বিপরীতে বাদ পড়েছে ১৩ টি প্রতিষ্ঠান।