Home রাজনীতি যুক্তরাষ্ট্রের চিঠির জবাব দিয়েছে আওয়ামী লীগ

যুক্তরাষ্ট্রের চিঠির জবাব দিয়েছে আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠির জবাব দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে চিঠির জবাব নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতবাসে যান দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত।

মোহাম্মদ এ আরাফাত সংবাদমাধ্যমকে বলেন, ‘গত ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবর একটি চিঠি হস্তান্তর করেন। পরবর্তী সময়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, যথাসময়ে চিঠির উত্তর দেওয়া হবে।’

তিনি বলেন, ‘ডোনাল্ড লুর চিঠির প্রত্যুত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পক্ষে আমি আ্যকটিং ডেপুটি চিফ অব মিশন মি. আর্টুরো হাইন্সের কাছে চিঠি হস্তান্তর করেছি।’

চিঠির উত্তরের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘পরে জানানো হবে।’

উল্লেখ্য, আওয়ামী লীগ ছাড়াও বিএনপি ও জাতীয় পার্টিকেও চিঠি দিয়েছিলেন ডোনাল্ড লু।

Exit mobile version