Home আন্তর্জাতিক যুক্তরাজ্যে করোনা ঠেকাতে নতুন অ্যাপ চালুর ঘোষণা

যুক্তরাজ্যে করোনা ঠেকাতে নতুন অ্যাপ চালুর ঘোষণা

অনলাইন ডেস্ক : ব্রিটেনের করোনা পরিস্থিতিও আবার নতুন করে ভয়াবহ রূপ নিচ্ছে। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উৎকণ্ঠা বাড়ছে। এর মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে এবার নতুন একটি কন্টাক্ট ট্র্যাসিং অ্যাপ চালুর ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) শুক্রবার দুপুরে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। ২৪ সেপ্টেম্বর থেকে ওয়েলস ও ইংল্যান্ডে সব ধরনের অ্যান্ড্রয়েড ও আইফোনে ব্যবহার করা যাবে এই অ্যাপটি।

অ্যাপটি দিয়ে বার কোড স্ক্যানের মাধ্যমে বিভিন্ন হসপিটালিটি ভেন্যুতে নিবন্ধন করা যাবে এবং এটি সামাজিক দূরত্ব বজায় রাখতে সহযোগিতা করবে। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে দেশটির বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে অ্যাপটির কিউআর কোড সমন্বিত পোস্টার ডিসপ্লেতে রেখে প্রচারণায় সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম‌্যাট হেনকক শুক্রবার বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করব আমরা। অ‌্যাপ‌টি এমন এক সময় চালুর ঘোষণা এলো যখন অক্সফোর্ডের করোনা টিকা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার অক্সফোর্ডের টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্ব সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

যুক্তরাজ্যে তৃতীয় ও চূড়ান্ত দফার ট্রায়ালে অংশগ্রহণকারী একজন স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়লে ট্রায়াল স্থগিতের এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এই পরীক্ষায় প্রায় ৩০ হাজার স্বেচ্ছাসেবী অংশ নিচ্ছেন।

অনেক বিশ্লেষক বলছেন, ‘ইট আউট, হেল্প আউট’ নীতির ভয়াবহ খেসারত দিতে শুরু করছে ব্রিটেন। অর্থনীতিকে বাঁচাতে অনেকটা জোর করে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার সরকারের বিভিন্ন উদ্যোগ বুমেরাং ফল বয়ে এনেছে। এই অবস্থায় নতুন করে সোমবার থেকে ৬ জনের বেশি মানুষের সমবেত হওয়া নিষিদ্ধ করেছে সরকার।

উল্লেখ্য, গত এক সপ্তাহে নতুন আক্রান্তের সংখ্যা হঠাৎ করে বাড়তে শুরু করেছে। সর্বশেষ সরকারি তথ্য অনুসারে, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ইংল্যান্ডে প্রতিদিন প্রায় ৩ হাজার ২০০ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর আগের সপ্তাহে এই সংখ্যা ছিল প্রায় ২ হাজার।

Exit mobile version