স্পোর্টস ডেস্ক : সপ্তাহখানেক আগে স্পেনের ইজবিতে অবকাশ যাপন করে এসেছেন লিওনেল মেসি, নেইমার, ডি মারিয়া, পারদেসসহ পিএসজি ও বার্সেলোনার একাধিক ফুটবলার। সেখানে একসঙ্গে আড্ডাও দিয়েছেন তারা। পরে সেই ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেন নেইমার।

মেসির বার্সেলোনা ছাড়ার খবর প্রকাশ হওয়ার পর থেকে সেই ছবিটি বেশ আলোচনার জন্ম দিয়েছিলো। অনেকে বলছেন, ওই ছবি তোলার সময় নেইমার জানতেন যে, মেসি পিএসজিতে যাচ্ছেন। কারণ, ছবিটিতে মেসি ছাড়া বাকিরা সবাই পিএসজির খেলোয়াড়।

আজ রবিবার (৮ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৪টায় ন্যু ক্যাম্পে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছেন মেসি। সেখানে তাকে ছবিটির প্রসঙ্গে প্রশ্ন করেন এক সাংবাদিক।

জবাবে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, তারা (পিএসজির বন্ধুরা) তখন শহরটিতে অবস্থান করছিল। নেই (নেইমার) ফোন করে বলে দেখা করতে চায়। এরপরই একসাথে হওয়া ও আড্ডা দেওয়া। ছবিটি তোলা হয় এ কারণেই। তবে তখন বার্সেলোনা ছাড়ার কোনো চিন্তা আমার ছিল না।

এদিকে, এমন খবরই জানিয়েছে ফরাসি পত্রিকা লেপিক। তারা জানিয়েছে, সোমবারই ক্লাব মেডিকেল পরীক্ষার জন্য প্যারিসে যাবেন মেসি। ইএসপিএন জানিয়েছে, পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তির জন্য সম্মত হয়েছেন মেসি। ওই চুক্তি আরও এক বছর বাড়ানোর মতো অপশনও রাখা হচ্ছে। মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে জানাতে ইতোমধ্যেই পিএসজির আইফেল টাওয়ার ভাড়া করার খবরও এসেছে গণমাধ্যমে।

যদিও আর্জেন্টাইন তারকা বলেন, ‘অনেক কিছুরই সম্ভাবনা আছে। কিন্তু এই মুহূর্তে কোনো কিছুই নিশ্চিত নয় কারো সঙ্গে। ক্লাব থেকে যখন আনুষ্ঠানিকভাবে জানানো হলো। আমি অনেক ফোন কল পেয়েছি। অনেক ক্লাবই আগ্রহ দেখিয়েছে। কিন্তু এখন, আমি কোনো কিছুর কাছেই নেই। আমরা অনেক বিষয় নিয়েই কথা বলছি।’