অনলাইন ডেস্ক : নারীদের খেলাধুলায় ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা দিয়ে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত বুধবার (৫ ফেব্রুয়ারি) সই করা নির্বাহী আদেশের অধীনে মেয়েদের খেলাধুলায় ট্রান্সদের অংশ নিতে দেওয়া এবং লকার রুম ব্যবহার করার অনুমতি দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সরকারের তহবিল বাতিল করা হবে।

সম্প্রতি ট্রাম্প কেবল দুটি লিঙ্গকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন, যেখানে ট্রান্সজেন্ডারদের অস্বীকার করা হয়। প্রকাশ্যে সেনাবাহিনীতে কাজ করার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় তাদের। তবে গতকাল খেলাধুলায় মেয়েদের সঙ্গে অংশগ্রহণ বাতিল করে দেন।

‘কিপিং মেন আউট অফ উইমেনস স্পোর্টস’ শিরোনামে আদেশটি মেনে না চললে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর উপর জরিমানা প্রয়োগের কথাও জানান ট্রাম্প।

‘ন্যাশনাল গার্লস অ্যান্ড উইমেন ইন স্পোর্টস ডে’ উপলক্ষে ওই আদেশে সই করার আগে ট্রাম্প বলেছেন, এখন থেকে নারীদের খেলাধুলা শুধুমাত্র নারীদের জন্যই হবে। এ সময় ১৯৭২ সালের শিক্ষায় যৌন-বৈষম্য রোধকারী একটি আইনের কথাও স্মরণ করিয়ে দেয় ট্রাম্প।

তিনি বলেন, আমরা করদাতাদের ডলার গ্রহণকারী প্রতিটি স্কুলকে নোটিশ দিয়েছি। যদি পুরুষদের নারী ক্রীড়া দল দখল করতে দেন বা লকার রুমে ঢুকে ঝামেলা করেন, তাহলে আপনাকে বিধি লঙ্ঘনের জন্য তদন্ত করা হবে। আপনার ফেডারেল তহবিলও ঝুঁকিতে পড়বে।