বিনোদন ডেস্ক : ‘মেন্টাল থেরাপি’ নিচ্ছেন বলিউড সুপারস্টার আমির খান ও তার মেয়ে ইরা খান। আমিরকন্যা ইরা মানসকি স্বাস্থ্য নিয়েই কাজ করেন। তিনি একটি এনজিওর প্রতিষ্ঠাতা এবং সিইও, যে প্রতিষ্ঠান মানসিক সুস্থতা নিয়ে সচেতনতা বৃদ্ধির কাজ করে। সম্প্রতি তিনি এই বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য একটি ভিডিও শেয়ার করেছেন। তবে তিনি একা নন, ভিডিওতে আছেন তার বাবাও।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে আমির খান বলেন, ‘আমাদের জীবনে এমন অনেক কাজ রয়েছে, যা আমরা করতে পারি না। এ ধরনের কাজ সম্পন্ন করার জন্য আমরা অন্যদের সাহায্য নিই, যারা কাজটি ভালোভাবেই জানেন। কোনো অপরাধবোধ বা অস্বস্তি ছাড়াই আমরা খুব সহজেই এই ধরনের সিদ্ধান্ত নিই।’
ভিডিওতে ইরা খান বলেন, ‘যখন আমাদের মানসিক বা আবেগগত সাহায্যের প্রয়োজন হয়, তখন আমাদের এমন একজন ব্যক্তির কাছে পৌঁছানো উচিত, যিনি আমাদের সাহায্য করতে পারেন। যিনি প্রশিক্ষণপ্রাপ্ত এবং পেশাদার ব্যক্তি।’
আমির খান জানান, তিনি ও তার মেয়ে ‘মেন্টাল থেরাপি’ সেশনে যাচ্ছেন। বলিউড সুপারস্টার বলেন, ‘আমি আর আমার মেয়ে বেশ কিছুদিন ধরে থেরাপি সেশনে যাচ্ছি। আপনি যদি মনে করেন যে আপনিও কিছু ইমোশনাল ট্রমা, স্ট্রেস বা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, তাহলে আপনাকেও এমন একজন ব্যক্তির খোঁজ করতে হবে যিনি পেশাদার, প্রশিক্ষিত এবং আপনাকে সাহায্য করতে পারেন। এতে লজ্জার কিছু নেই। শুভকামনা।’