যদি প্রশ্ন করো আমায়, এতো ভালোবাসা কোথায় ছিল …! উত্তরে আমি কইবো জানি না, আমি সত্যিই জানি না এই জীবনে…!!
হ্যা ভালোবাসবোই তো
কার কি এসে যায়, আমার অদম্য ভালোবাসায়
হ্যাঁ তবু ভালোবাসবোই তো!
এ বাসা-বাসিতে যদি মরণ হয় হবে,
সে তো আমারই ভালোবাসা, যা কিনা একান্ত
যদি কখনো না ভালোবাসে সে, তবে বয়েই গেছে
মূর্হুমূর্হু বাসবো; যেন নিশ্বাসে কষ্ট হয় তাঁর
সহ্য করাও দুর্বীষহ হয়ে ওঠে, তবু তবুও বাসবো ভালো
মনকে উজার করে লক্ষ-তারা ভেদ করে,
আজন্ম পাড়ি দিয়ে, মনকে উপর্যপুরি নিংড়ে
দেখি, কে আসে আটকাতে!
হ্যাঁ ভালোবাসবোই তো, মনের সাধটা মিটিয়ে
কখনো কখনো হৃদয়টা চিরে দেখবো এর ভয়াবহতা
তবুও বাসবো ভালো, আমিই রাজা আমার ভুবনে
কার কি আসে যায় তাতে!!
আচ্ছা ভালোবাসা মাপার যন্ত্র যোগাড় করা যায় না!
শুধু আমার জন্য
যা দিয়ে মেপে নিতে পারি, এর ওজন রকমারি!
মাঝে মাঝে লাল গোলাপের বুক চিড়েও দেখে নেই
কোথায় লুকিয়ে রয়েছে ভালোবাসার
চিরচেনা সৌন্দর্য্য সেই
হয়তো বা মেরে ফেলি টকটকে লাল গোলাপটাকে যদিও
তবুও তো দেখবো ওকে-
আমার পোষ্য- অতি যতনে রাখা ভালোবাসাকে
হ্যাঁ তবুও তবুও তবুও, আমার দেখা চাই-ই চাই
ভালোবেসে বেসে শেষ করবো, তারপরও হই না যেন
এর থেকে একটুও বিচ্যুত!!
অথবা এর নেই কোনো পরিণতি
প্রতিটি মুহূর্তের ভালোবাসা, এ যে আদি-অকৃত্তিম অনন্তকালের
ভালোবাসারই এক অদম্য খেলা
এতো এক উদ্যাম নৃত্য, অদম্য টানে আষ্ট্রে-পৃষ্টে জড়ানো
এক গুল্ম-সোনালি লতা, গায়ে না জড়িয়ে তাকে
অবহেলায় এলিয়ে দিবো কেনই বা
হ্যাঁ ভালোবাসবোই তো
ও আমার শত জনমের প্রেম – উজার করা ভালোবাসা!