ফারজানা চৌধুরী, মিশিগান : আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১ হাজার ৪১ জন। রাজ্যে মধ্য মার্চ থেকে শুরু হওয়া করোনার সংক্রমণে মৃত্যু এই তৃতীয়বারের মতো শূন্যে নেমে এল। এর আগে ৫ জুলাই ও ১৪ জুলাই করোনার সংক্রমণে মৃত্যুর সংখ্যা শূন্যে নেমে এসেছিল।
রাজ্যের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, করোনায় এত বেশি সংক্রমণ শনাক্ত হওয়ার কারণ হলো ২৫ জুলাই করোনা পরীক্ষার রিপোর্ট দিতে দেরি হওয়া। ২৪ জুলাই সন্ধ্যা থেকে স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটে সমস্যা হওয়ার কারণে এই বিলম্ব ঘটে। তবে সেই সমস্যার এখন সমাধান হয়ে গেছে।
তবে স্বাস্থ্য বিভাগ জানায়নি ২৫ জুলাই কতজনের রিপোর্ট দিতে দেরি হয়েছে। ২৫ জুলাই যা গণনার মধ্যে পড়ত, তার কিছু সংখ্যা ২৬ জুলাইয়ের সংখ্যার সঙ্গে ধরা হয়েছে। নতুন সংক্রমণ দিয়ে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৭৮ হাজার ১৯ জন। আর মৃত্যু হয়েছে ৬ হাজার ১৪৯ জনের। গত সপ্তাহের রোববার থেকে শনিবার পর্যন্ত রাজ্যে সংক্রমিত মানুষের সংখ্যা ছিল ৩ হাজার ৭৯৮ জন এবং মৃত্যু হয়েছিল ৪৮ জনের। গত নয় সপ্তাহে এটা দ্বিতীয় সর্বোচ্চ। এর আগের সপ্তাহে সংক্রমণ শনাক্ত হয় ৪ হাজার ২৩২ জনের, মৃত্যু হয় ৪৮ জনের, যা ১১ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।