Home রকমারি মায়ের অভাব দূর করতে প্রেমিকের পিতাকে বিয়ে করলেন প্রেমিকা

মায়ের অভাব দূর করতে প্রেমিকের পিতাকে বিয়ে করলেন প্রেমিকা

অনলাইন ডেস্ক : প্রেমিকের মা মারা গেছেন। তাই প্রেমিককে দেখাশুনা করতে তার বাবাকেই বিয়ে করে নিলেন প্রেমিকা। এ খবর দিয়েছে টাইমসনাউ নিউজ। খবরে বলা হয়েছে, টিকটকে @ys.amri ইউজার নেমে একাউন্ট আছে ওই প্রেমিকার। তিনি জানিয়েছেন, তার প্রেমিক যাতে মায়ের অভাব বোধ করতে না পারে, সে কারণেই তার বাবাকে বিয়ে করেছেন তিনি। এ নিয়ে একটি ব্যাখ্যাও দিয়েছেন টিকটকে। বলেছেন, তার প্রেমিকের পাশে দাঁড়াতে যা যা করা দরকার তাই করবেন তিনি। তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা।

যদিও কয়েকজনকে বিষয়টিতে বেশ অবাক হয়ে কমেন্ট করতে দেখা গেছে।

Exit mobile version